রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অজুহাত দেখিয়ে এস এস সির ফরম  পূরনে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের এমন আচরণে অভিভাবকরা হতবাক হয়ে পড়েছেন। মহামারি করোনা ভাইরাসের কারনে আর্থিক সংকটে পড়া অভিভাবকদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে ২ হাজার ৭’শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত শিক্ষার্থীর কাছ থেকে ফি নেওয়া হচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা মানছে না বলে অভিযোগ করেন অনেকেই ।

বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে, দঁাতভাঙ্গ্ স্কুল এন্ড কলেজ ও টাপুরচর বিজি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বিশেষ করে করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকাকালিন বকেয়া আদায়ের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানের প্রধানরা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বশেষ জারি করা নীতিমালায় বেশকিছু খাতে ফি নিতে বারন করা হয়েছে। কিছু প্রতিতষ্ঠান এসব নির্দেশনা মানার ক্ষেত্রে উদাসীনতা দেখাচ্ছে। অতিরিক্ত ফি আদায়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।

টাপুরচর বি,জি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আমাদের কাছে মানবিক বিভাগে ২৭ শত টাকা নিয়েছে।
দঁাতভাঙ্গা স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সৌরভ জানায়, আমি ৩ দিন থেকে ঘুরতেছি, আমাকে ২৮শত টাকার নিচে ফরম পুরন করতে দেওয়া হচ্ছে না

দঁাতভাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান বদি বলেন ,ফরম পুরনে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। মানবিক বিভাগের জন্য ২১ শত, বিজ্ঞান ২২ শত আর টিউশন ফি ৬ শত টাকা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন টিউশন ফি আপনারা নিবেন সাামর্থ্য অনুযায়ী। ঠিক একই কথা বলেন টাপুরচর বি,জি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউসুফ আলী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান জানান, বিষয়টি ইতোমধ্যে জেনেছি। যেসব স্কুল সরকারি নির্ধারিতর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *