রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গণকমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ৮ টায় উৎসব ডেকরেটর হল রুমে সাংবাদিক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, গণকমিটির সাধারন সম্পাদক শাহ মো. আব্দুল মোমেন, গণকমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও রৌমারী মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ খান ও গণকমিটির সদস্য মুনসুর আলী, জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল, রোকনুজ্জামান রিপন, লায়ন আহমেদ, মেহেদী হাসান বাবু ও রিয়াদ খন্দকার প্রমূখ।
সভায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী দুর্জয় এর অকাল মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করা হয়। উপজেলার অবৈধ যানবাহন চলাচল বন্ধ, অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি চালানো বন্ধের দাবী জানানো হয়।