কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে কৃষি জমি ও বসতভিটা ভেঙ্গে এক্সেললোড স্থাপনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উক্ত মিছিলে প্রায় ৩ শতাধীক মানুষ অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের স্থলবন্দর এলাকার নতুনবন্দর গ্রামে তুরা রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সড়ক ও জনপদ অধিদপ্তরের এক্সেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য ৫ একর বসতবাড়িভিটা ও ফসলি জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত চলছে। ইহা বাস্তবায়ন করা হলে ওই গ্রামের অনেক দরিদ্র অসহায় মানুষ ভুমিহীন হয়ে যাবে। তাদের অন্য কোথাও মাথা গুজার ঠাই থাকবে না। তারা অবিলম্বে এ অধিগ্রহণ বাতিলের দাবী জানান।
নতুনবন্দর গ্রামের আব্দুল জলিল বলেন, আমার বসতবাড়ি ছাড়া অন্য কোন জমি নেই। আমাদেরকে উচ্ছেদ করলে স্ত্রী সন্তান নিয়ে অসহায় হয়ে পড়বো। হুদা মিয়া জানান, আমি মাত্র ৫ শতক জমিতে বাড়ি করে আছি। এক্সেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য যদি এই জমি নেওয়া হয় তাহলে আমি ভুমিহীন হওয়া ছাড়া উপায় থাকবে না। বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবো। আমারসহ সকলের বসতবাড়িটি যাতে অধিগ্রহণ করা না হয় সে জন্য সরকারের কাছে আকুল আবেদন করছি।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জহুরুল ইসলাম, মোমেন আলী, রোকেয়া, রিয়াজুল হক, শাকিরুল ও আরিফাসহ অনেকেই।