রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রৌমারী উপজেলায় মৌমাছির কামড়ের বিষক্রিয়ায় ওমর ফারুক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যারাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওমন ফারুক ছোট ধনতলা গ্রামের শওকত আলীর পুত্র।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়িতে উঠানে বাঁশের কাজ করছিলেন কৃষক ওমর ফারুক। এ সময় হঠাৎ করে মৌমাছির একটি দল উড়ে এসে তাকে আক্রমণ করে এবং হুল ফুটিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, মৌমাছির আক্রমণে আহত কৃষক ওমর ফারুকের মৃত্যু হয়েছে মারা যান। আশেপাশে কোন মৌচাক ছিলো না মাছিগুলো কোথা থেকে এসছিল সেটা জানা যায়নি।