রৌমারী (কুড়িগ্রাম) সংবাদ দাতা
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর ধনতলা গ্রামের ৫০-৬০ একর জমির ফসল খরার হাত থেকে রক্ষার জন্য সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ পাম্প স্থাপন করা হয়েছে। শুষ্ক মৌসুমে পানি সেচেঁর অভাবে প্রতি বছর প্রায় এসব জমির ফসল নষ্ট হয়ে যায়। পাশাপাশি কৃষকেরা চাষাবাদ করতে বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়। কৃষি কাজে সেঁচ সুবিধা প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ধনতলা গ্রামের মো. মোগল মিয়ার জমিতে চাষাবাদের সুবিধার্থে সৌরচালিত সেঁচ পাম্প স্থাপন করা হয়েছে।
উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০১৯-২০ ইং অর্থ বছরে ৯ লক্ষ ৩৬হাজার ৬৬০ টাকা ব্যয় সেঁচের আওতায় কৃষকরা এ সুবিধা পাবে। রোববার (২৮ ফ্রেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এ সৌরচালিত সেঁচ পাম্প স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১নং দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এস,এম রেজাউল করিম ( রিয়াজুল) , ইউপি সচিব রোকনুজামান রোকন, ইউপি সদস্য আবুল হোসেন,ইয়াসিন আলী স্থানীয় ব্যক্তিবর্গ।