রৌমারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কওমী মাদ্রাসার হুজুরের লালসার শিকার হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ৫মাসের অন্তসত্তা হওয়ার ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় উত্তর বাইটকামারী কওমী মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আব্দুল বাছেদ(৪২) গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল বাছেদ উত্তর বাইটকামারী গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে।
শনিবার ভোরে এস আই তুহিন মিয়ার নেত্বতে রৌমারী থানা পুলিশের একটি টিম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার শেওড়া মসজিদের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে রৌমারী থানায় নিয়ে আসে।
মামলার আইও এস আই তুহিন মিয়া জানান, তার বিরুদ্ধে নারী শিশু নিযার্তন দমন ট্রাইবুনাল ৯এর ১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার শেওড়া মসজিদের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য উত্তর বাইটকামারী গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রী কোরআন শরীফ শিক্ষা নেয়ার জন্য সাড়ে ৫মাস আগে বাইটকামারী কওমী মাদ্রাসার ওই হুজুরের কাছে যায় সে। এ সুযোগে মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আব্দুল বাছেদ আল্লাহ্র গজবের ভয় দেখিয়ে সাড়ে ৫মাস থেকে ওই ছাত্রীকে ধর্ষন করে।
ছাত্রীটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন ২৯ আগষ্ট রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান সে ৫মাসের অন্তঃসত্ত্বা।