স্টাফ রিপোর্টারঃ
রৌমারীতে ২ি০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ বাড়ির মালিক আটক করেছে রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১২টার সময় রৌমারী থানা পুলিশের টহলদল উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়ি থেকে ২ টি ২০ ফুট উচ্চতার ২ টি গাঁজার গাছ সহ বাড়ির মালিককে আটক করা হয়। কাইয়ুম ঐ গ্রামের মৃত নবীন শেখের পুত্র। দুটি গাজার গাছের ওজন প্রায় ৫২ কেজি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ জানান, আটক হওয়া কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।