রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রৌমারীতে মাদ্রক মামলার আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক কৃতরা হলেন ঝগড়ারচর গ্রামের সলেহ হক এর ছেলে আকবর হোসেন (৩৫) কোমড়ভাঙ্গী গ্রামের আব্দুর রশিদ ছেলে খয়বর হোসেন (৩২)। তাদের ১ জনের বিরুদ্ধে মাদক মামলা ও আরেক জনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল ।
রৌমারী থানার এএসআই জাহাগীর আলম রবিবার সাংবাদিকদের জানান, কে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত দুই জন গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।