রাজিবপুর (কুড়িগাম) প্রতিনিধি।
রৌমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সৌরভকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১৪। সোমবার উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রৌমারী থানায় মামলা দায়ের করে র্যাব-১৪।
আটক হাসানুজ্জামান সৌরভ উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মৃত আমিনুল ইসলাম ওরফে মুকুলের ছেলে।
এ বিষয়ে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসানুজ্জামান সৌরভ যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।