হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচরে জামালপুর ৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের জওয়ানরা বিশেষ অভিযান চালিয়ে মিনারুল ইসলাম (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ৮০ পিচ ইয়াবাসহ আটক করেছে। এসময় অপর আসামী সুজন মিয়া (২৫) পালিয়ে যায়।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারচর বিওপি’র হাবিলদার জোবায়ের হোসেন’র নেতৃত্বে ৮ সদস্যের একটি টহলদল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের ১০৬৩/এমপি থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী সদর ইউনিয়নের সুতিরপাড় এলাকায় ৮০পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রৌমারী শহরের মন্ডলপাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার পূত্র মিনারুল ইসলামকে হাতেনাতে আটক করে। বিজিবি জওয়ানদের আগমন টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের খলিলুর রহমানের পূত্র সূজন মিয়া পালিয়ে যায়। এসময় ১টি মোবাইল ও ২০১৩টাকা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রৌমারী থানায় মামলা দায়েরের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *