রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রৌমারী উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় মহিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
আজ সোমবার রৌমারী রাজীবপুর ডিসি সড়কের কাঁঠালবাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত মহিজ উপজেলার ইজলামারী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে,মহিজ উদ্দিন রৌমারী উপজেলা শহরে যাওয়ার জন্য কাঁঠালবাড়ি বাজারে দাড়িয়ে ছিলেন যানবাহনের জন্য। এসময় কর্তীমারী থেকে রৌমারীগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করে।রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু মোহাম্মদ দেলোয়ার হাসান ইনাম বলেন,ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয় নি।