রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলা‌দে‌শি ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অ‌বৈধভা‌বে ভারত থে‌কে বাংলা‌দে‌শে ফির‌ছি‌লেন।
জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো: ইসমাইল হোসেন এসব তথ‌্য নিশ্চিত করেছেন। আটক যুবকরা বাংলা‌দে‌শের বি‌ভিন্ন জেলার বা‌সিন্দা। তারা অ‌বৈধভা‌বে ভারতে গি‌য়ে‌ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বি‌জি‌বি।
আটক যুবকরা হ‌লেন, কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার আশরাফুল আলম (২৬), ময়মন‌সিংহ জেলার তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফুরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়নগঞ্জ জেলার আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলার মানিক মিয়া (২৯), নর‌সিংদী জেলার মিজানুর রহমান (২৩) এবং গাইবান্ধা জেলার মনির হোসেন (৩৮)।
গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন ব‌লেন, অটক যু্বকরা বি‌ভিন্ন সময় অ‌বৈধভাবে ভার‌তে প্রবেশ ক‌রে‌ছিল। বুধবার ভো‌রে সীমান্তপ‌থে অ‌বৈধভা‌বে বাংলা‌দে‌শে ফি‌রে আসার সময় তা‌দের আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে অ‌বৈধ অনুপ্রবেশের দা‌য়ে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *