কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে ভারত থেকে গরু আনার সময় আজাহার আলী (৪২) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লার চর সীমান্তের ১০৬১ আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যায় ২০/২৫ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এসময় ভারতের ঝাউডাঙা বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। বিএসএফ’র ধাওয়ায় বাকীরা পালিয়ে গেলেও আজাহার আলী(৪২) কে ধরে নিয়ে গেছে বিএসএফ।
আজাহার রৌমারী উপজেলার বেহুলার চর গ্রমের নাডু শেখের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম আজাদ জানান, ‘বাংলাদেশি আটকের ঘটনায় বিএসএফ’র সাথে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশিকে তারা ভারতের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’