কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় গরুসহ ইলিয়াস আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের সময় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবি’র দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার দিনগত রাত দেড়টায় উপজেলার কাউনিয়ারচর খেতারচর সীমান্তের মাঝামাঝি আন্তর্জাতিক ১০৫৫ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে।
আটক ইলিয়াছ আলী উপজেলা ছাটকড়াইবাড়ী গ্রামের শামছুল হকের ছেলে।
বিজিবি জানায়, শনিবার রাতে ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ চোরকারবারি’রা আন্তর্জাতিক ১০৫৫ নম্বর মেইন পিলারের কাছে বাঁশের তৈরি আড়কির সাহায্যে কাটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার পথে বিজিবি’র টহলরত সদস্য’রা তাদের ধাওয়া করে।
এসময় ১টি গরুসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়। এতে বিজিবি’র দুই সদস্য আহত হয়েছেন।
৩৫ বিজিবি জামালপুর অধিনস্থ দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরহাদ আলী জানান, গরুসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে রৌমারী থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, বিজিবি বাদি হয়ে আটক যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করেছেন। রবিবার আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।