ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচুরমোড় বাজার এলাকায় পরিচালনা অভিযানে কেজি দরে তরমুজ বিক্রির অপরাধে ১০ জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা প্রদান করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।
শনিবার (১৬ এপ্রিল) বিকালে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ, পিএসসি, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, স্কোয়াড কমান্ডার সহাকরি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট এর সহাকারী পরিচালক, ফজলে এলাহী এর নেতৃত্বে বাজার তদারকি পরিচালনা করে জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানাধীন পাচুরমোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে কেজি দরে তরমুজ বিক্রির অপরাধে শহিদুল ইসলাম, মিজানুর রহমান রিপন, গোলাম রাব্বী, সুমন মন্ডল, হাসান, লাইজু, বেনজিরুল হক, সুদেব বর্মন ও সোহাগ নামের ১০ জন ব্যবসায়িকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক বিভিন্ন অংকে মোট ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা শেষে উপরোক্ত কর্মকর্তাগণ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।