বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল খঞ্জনা গ্রামের ছেলে মনিরুল ইসলাম রয়েলের লেখা বই “ গ্রামারের এ্যান্টিবায়োটিক ” প্রকাশের অপেক্ষায় রয়েছে। একুশে’১৭ বই মেলায় বইটি প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে বলে দীপ্ত প্রকাশনীর পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম জানান। দরিদ্র পরিবারে অভাব অনটনের মধ্যে বেড়ে উঠা। সৃষ্টিকর্তার অপার মহিমায় মেধা শক্তি ভাল থাকায় বরাবরই পরীক্ষায় ভাল রেজাল্ট করা। পঞ্চম শ্রেণিতে মেধা তালিকায় জেলায় প্রথম স্থান অধিকার। এসএসসিতে জিপিএ-৫ এমনিভাবে সফলতার সাথে সকল পরীক্ষায় উত্তীর্ণ। বর্তমানে পিপুলস ইউনিভার্সিটি অব ঢাকা’য় ইংরেজিতে অনার্স পরীক্ষার্থী। উপজেলার খঞ্জনা গ্রামের দবিরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম রয়েল। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বাবা। আয় রোজগারে অক্ষম হয়ে পড়েছে। জায়গা জমি তেমন না থাকায় সংসারে অভাব অনটন যেন নিত্য সঙ্গি হয়ে গেছে। রয়েল ২ ভাই ৩ বোনের মধ্যে চতুর্থ। রয়েল মেধা শক্তি কাজে লাগিয়ে বই লেখা শুরু করেন। তিনার প্রথম লিখনি বই ‘ রয়েল ডিজিটাল গ্রামার’, দ্বিতীয়টি ‘রয়েল ম্যাজিক মেথড’ ও তৃতীয় সংস্করণ টেনস দিয়ে ইংলিশের পোষ্টমর্টেম’ বইগুলো প্রকাশ লাভ করে সফলতার সাথে। প্রকাশনার দায়িত্ব পালন করেন দীপ্ত প্রকাশনী ঢাকা’র পরিচালক রিয়াজুল ইসলাম। চতুর্থ সংস্করণ ‘ গ্রামারের এ্যান্টিবায়োটিক’ আগামী ২১শে বই মেলায় প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও কাব্যগ্রন্থ অসমাপ্ত ভালোবাসা, ম্মৃতিকাতরতা এবং ছেঁড়াকাঁথা ও শুণ্যতা উপন্যাস দুইটি ও প্রকাশের অপেক্ষায় প্রহর গুনছে। আগামী ২১শে’১৭ বই মেলায় তা প্রকাশনার উদ্যোগ নিয়েছেন দীপ্ত প্রকাশনী। তিনি ২০১৫-১৬ পরপর দুই বছর দীপ্ত প্রকাশনীর শ্রেষ্ঠ লেখকের সম্মাননা লাভ করে ঠাকুরগাওয়ের মুখ উজ্জল করেছেন। তিনি সকলের দোয়া কামনা করেন।