ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার টিএনটি সড়কে বড় হাতে ছোট ভাই খুন।
রবিবার সকাল ৫ টায় দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই মারক্ত জখম হলে এলাকাবাসী উদ্ধার করে বরিশাল মেডিকেলে নেওয়ায় পথে মৃত্যু হয়।
নিহত মেশকাত( ২৫)শহরের টিএন্ডটি সড়কের মৃত সাবেক ব্যাংক কর্মকর্তার ছোট ছেলে নিহত মেশকাত ছাত্রলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন । তারা তিন ভাই এক বোন।
স্থানীয়রা জানান শনিবার রাতে ছোট ভাই ও মেজ ভাইয়ের মধ্যে টাকা পয়সা নিয়ে তুমুল ঝগড়া হয়। তার রেশ ধরে খুব সকালে দুই ভাইয়ের মধ্যে দাও দিয়ে একে অপরের উপর হামলা করে । হামলায় ছোট ভাই মারাত্মক জখম হয় । হামলাকারী মেজ ভাই মেহেদী তালুকদার নলছিটি থানায় আত্মসমর্পণ করেছেন।