।।মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধি।। আজ শনিবার দুপুরে বান্দরবানের লামা মডার্ন হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বিভাগের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ বলেছেন, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নয়, ইচ্ছা আর দৃঢ প্রতিজ্ঞাই একজন শিক্ষার্থী জীবনের লক্ষে পৌঁছতে পারে। তাই শিক্ষার্থীদেরকে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান না খুঁজে, ইচ্ছা আর প্রতিজ্ঞা নিয়ে সাধারণ স্কুলেই পড়াশুনা করার মানসিকতা তৈরি করতে হবে।
এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ক্রিড়াবিদ স্বর্ণজয়ী জউ প্রু’র সভাপতিত্বে পৌরসভা এলাকার নুনারবিল পাড়াস্থ স্কুল প্রাঙ্গনের অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও মোস্তফা জামাল, সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল কাদের, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রমুখ। সাংস্কৃতিক শিক্ষক দিপলাল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক ওসমান গনি বাহাদুর। আলোচনা শেষে প্রধান অতিথি ভবানী প্রসাদ সিংহ কেক কেটে ও বেলুন উড়িয়ে স্কুলের শুভ উদ্বোধন করেন। এর আগে স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। শেষে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।