img_20170525_184808_359

মোঃ জাহিদ আলী, লালপুর নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক উন্মুক্ত বাজেট আজ বৃহস্পতিবার (২৫ মে) ঘোষণা করা হয়। চংধুপইল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ আল বেলালের সভাপতিত্বে সম্ভাব্য আয়-ব্যয় বাজেট উপস্থাপন করেন পরিষদ সচিব নাফিসুর রহমান। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ৪৪ লক্ষ ৮৯ হাজার ৯ শত ৬০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ কোটি ৪১ লক্ষ ৯১ হাজার ৭ শ ৭৭ টাকা। সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয় ২ লক্ষ ৯৮ হাজার ১ শ ৮৩ টাকা। উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, চংধুপইল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক, আব্দুলপুর ফাড়ি ইনচার্জ আকবর আলী, আওয়ামীলীগ নেতা সেকেন্দার রহমান প্রমুখ। এছাড়া নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক উন্মুক্ত বাজেট আজ বৃহস্পতিবার (২৫ মে) ঘোষণা করা হয়।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে সম্ভাব্য আয়-ব্যয় বাজেট উপস্থাপন করেন পরিষদ সচিব ইসরাফিল ইসলাম শামীম। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ৪২ লক্ষ ৫৪ হাজার ৮ শত ৭৫ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ কোটি ৪০ লক্ষ ৯০ হাজার ৯ শ ৭ টাকা। সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয় ১ লক্ষ ৬৩ হাজার ৯ শ ৬৮ টাকা। উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *