লালপুর(নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে দিয়াড় শংকরপুর চরে একটি কুল বরই বাগানের ১ শত ৪৯ টি গাছের ডাল কেটে ফেলেছে দুর্বত্তরা। এলাকাবাসী জানায়, উপজেলার মোহরকোয়া ডাঙ্গাপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে ইয়াকিন আলী শংকরপুর চরে ১৫ বিঘা জমির উপর কুল বরই এর চাষ করেন। গত মজ্ঞলবার (৩০ জানুয়ারি) রাতের আধারে দুর্বত্তরা বাগানের প্রায় ১ শত ৪৯ টি ডাল কেটে ফেলে। ক্ষতিগ্রস্থ বাগানের মালিক ইয়াকিন আলী জানান, রাতের আধারে কে বা কাহারা আমার বাগানের ১ শত ৪৯ টি গাছের ডাল কেটে ফেলেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।