নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের রাস্তা পার্শবর্তী স্থানে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিফর্মস অ্যাডভাইজার সিতাংশু কুমার সুর চৌধুরী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, প্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ শিমানুর, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদুদুমান আখের, ইসমাইল ভান্ডারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *