নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
সোমবার (১০ জুলাই) সকালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনীর মধ্য দিয়ে খেলার শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী,উপজেলা শিক্ষা অফিসার ইয়াকুব আলী, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম খান, আকরামুজ্জামান, রেহেনা পারভীন, মাহবুবুলহক, রতন কুমার পাল, লালপুর উপজেলা শিক্ষা সমিতির সভাপতি ও করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাদারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।