নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারের মজির উদ্দিন এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে ওয়ালিয়া বাজারে ভেজাল খাদ্য গুড় সংরক্ষণের অপরাধে ওই প্রতিষ্ঠানের কর্মচারী হেলাল উদ্দিনকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে। এবং অস্বাস্থকর ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, ভেজাল সংরক্ষণের অপরাধে মজির উদ্দিন এন্টারপ্রাইজকে রায় প্রদান করে সতর্ক করা হয়েছে।