লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে অবস্থিত কে,ডি বুড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ করা জরুরী হয়ে পরেছে। স্কুলটিতে বাউন্ডারি ওয়াল না থাকার কারনে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে শিক্ষার্থীরা। এ কারণে, সবসময় ঝুকিনিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষকসহ খুদে শিক্ষার্থীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির চারপাশে কোন বাউন্ডারি নেই। তাছাড়া বিদ্যালয়টির পাশেই পাকা রাস্তা ও বাজার। প্রতিদিন বাজার বসার কারণে, রাস্তা দিয়ে সবসময় যানবাহন চলাচল করে। ক্রেতা-বিক্রেতারা সমাগমে বিদ্যালয়ের মাঠে অনেকেই যানবাহন রাখে। একারনে,বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দুর্ঘটনার আশংকা থাকে। যানবাহন সহ এখানে প্রতিদিন বাজার বসার কারণে,বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে মানুষের কোলাহল লেগেই থাকে। তাই,শব্দদুশনে অনেক সময় পড়াশোনায় ব্যঘাত ঘটে। জানা যায়, ৭৯ শতাংশ জায়গায় উপর অবস্তিত বিদ্যালয়টিতে বর্তমানে ২২৩ শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী মারুফার বাবা ছমির উদ্দিন (৫৬) এর সাথে কথা হলে তিনি বলেন, অনেকদিন পড়ে স্কুল খোলায় আমার মেয়ে স্কুলে আসে।

কিন্তু ক্লাস করে বের হবার সময় স্কুলের মাঠে মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে অসুস্থ হয়।পড়ে তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করি। এবিষয়ে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায় বলেন, গত ২০১৫ সাল থেকে আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। বাউন্ডারি ওয়ালের ব্যাপারে কতৃপক্ষকে অনেকবারই জানিয়েছি। কিন্তু, এখনো তা বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, ঢেপঢেপির বাজার থেকে ঠাকুরের মাল্লি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় সবসময় যানবাহন চলাচল করে এবং স্কুলের সামনে প্রতিদিন বাজার বসে। অনেক ক্রেতা-বিক্রেতা খোলা জায়গা পেয়ে স্কুলের মাঠে যানবাহন সহ মালামাল রাখে। এতে করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যহত সহ শিক্ষার্থীরা অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে। তাই তিনি দ্রুত বিদ্যালয়টির বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *