এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের একটি ট্রাক ও দুটি অটো সংঘর্ষে ঘটনাস্থলে রেজাউল করিম (৩২) নামো একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন। বুধবার রাত ৯টায় ইউনিয়নের বড়বাড়ি বাজার এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন ডাকবাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর ও লালমনিরহাট সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
মৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকার রেজাউল ইসলাম আহমদ আলী ছেলে।
বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা লিমন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।