লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট শহরের সুইপার কলোনীতে অবস্থিত জমজমাট মাদক ব্যবসা (ভাটি খানা) উচ্ছেদের দাবীতে ফুঁসে উঠেছে সাধারন জনগণ। জানা যায়, লালমনিরহাট শহরের সুইপার কলোনীতে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে জমজমাট ভাবে মাদক ব্যবসা চলে আসছে। প্রকৃত পক্ষে লালমনিরহাট শহরের বেশ কিছু স্থানে মাদক ব্যবসা চলে আসলেও প্রশাসনের তৎপরতার কারনে ঐসব ব্যবসা বন্ধ হয়। কিন্তু মাদকাশক্ত যুবকরা তাদের নেশার জন্য সুইপার কলোনির ভাটিখানায় গিয়ে নেশা করে থাকে। ঐ ভাটিখানায় শুধুমাত্র হরিজন ও যাদের নেশা করার অনুমতি রয়েছে তারাই সেখানে নেশার জন্য বাংলা মদ পাবে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে উল্টোটা। সেখানে যাদের মদ পান করার কথা তাদেরকে দেখা যাচ্ছে না। এই ভাটিখানায় মুলত সাধারন মানুষ ও যুবসমাজকে মদ সেবন করতে দেখা যাচ্ছে। অভিভাবকরা জানান, বর্তমানে মাদক বিক্রির উপর খুবই চাপ রয়েছে। এজন্য তারা ভাবছেন তাদের সন্রানরা মাদক থেকে নিরাপদে রয়েছে। কিন্তু তার উল্টোটা হচ্ছে ঐ ভাটিখানায় প্রকাশ্যে সকলের কাছে মাদক বিক্রি করার কারনে যুবকদের মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। যেখানে নির্দষ্ট মানুষের কাছে মাদক বিক্রি করার অনুমতি রয়েছে কিন্তু সেখানে সকলের কাছেই প্রকাশ্যে মদ বিক্রি করছে এবং যুবকরা তা প্রতিনিয়ত সেবন করছে। অভিভাবকগন আরো জানান, সুইপার কলোনীর ভাটিখানার জন্য সন্রানদের মাদকের ছোবল থেকে রক্ষা করা যাচ্ছে না। তারা অনতিবিলম্বে ভাটিখানা উচ্ছেদের জোড় দাবী জানান প্রশাসনের নিকট। জেলা মাদক দ্রব্য কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ভাটিখানায় শুধুমাত্র পারমিটেট ব্যক্তিরা মদ সেবন করতে পাবে। তবে সাধারন মানুষের জন্য প্রযোজ্য নয়।এব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) বলেন, যদি কেউ বিনা অনুমতিতে মদ সেবন করে তাহলে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।