লালমনিরহাট প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের দৃঢ় প্রত্যয়ে লালমনিরহাট জেলা
আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে তেল গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধবগতি, দূর্নীতির প্রতিবাদ ও ১০দফা দাবী বাস্তবায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।
শনিবার (১ এপিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলওয়ে শ্রমিকলীগ অফিসের সামনে আয়োজিত আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে শহরের প্রধান সড়কে অবরোধ কর্মসূচী পালন করে লালমনিরহাট জেলা বিএনপি। জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. জিন্নাত আরা এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।