এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এর আগে সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে সে দগ্ধ হয়।
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী।
জানা গেছে, ঠান্ডা নিবারনের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যায় বৃদ্ধা ফাতেমা বেগম। আগুন পোহাতে গিয়ে কখন শাড়িতে আগুন লেগেছে বুজতে পারেনি। এমতাবস্থায় শাড়িতে আগুন লেগে শরীরে আগুন লেগে যায়। ততক্ষণে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে তার আত্মচিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে নিহতের ছেলে শাহা আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।