লালমনিরহাট অফিস \ লালমনিরহাটে এবার আমন মৌসুমে শত শত হেক্টর জমিতে পোকা মাকড়ের আক্রমন কৃষকের মাথায় হাত। টার্গেট অনুযায়ী ধান উৎপাদন না হওয়ার আশংখা দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা গেছে, জেলায় এবারের আমন মৌসুমে ৮৫ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। যা টার্গেটের চেয়েও প্রায় ৩ শত হে: জমিতে বেশি আমন ধান চাষ হয়েছে বলে ওই অফিস সুত্রে জানা যায়। কিন্তু শত শত হেক্টর জমিতে পোকা মাকড়ের আক্রমন ধরেছে। মাজড়া পোকা ও পাতা মোড়ানো পোকার কারনে জেলায় এবারে শত শত হে: জমির ধান নষ্ট হয়েছে। কীটনাশক রাসায়নিক ঔষধ ব্যবহারের মাধ্যমে পোকা দমন করার কথা কৃষি সম্প্রসারন অফিস দাবী করলেও প্রকৃত পক্ষে পোকার আক্রমনে কৃষকের শত শত হে: জমির ধান এই পোকায় নষ্ট হয়েছে। যদিও সরকারী ভাবে ১০২ হে: জমিতে পোকা ধরেছে বলে সংশ্লিষ্ট অফিস সুত্র জানায়। তেলীপাড়াস্থ কর্মাস কলেজ রোড এলাকায় জনৈক সামছুল হক নামের এক কৃষকের জমির পোকা খাওয়ার দৃশ্য দেখলেই প্রতিয়মান হয় যে পোকায় কি পরিমান ধানের ক্ষতি হয়েছে। খাতাপাড়াস্থ এলাকার কৃষক আপিয়ার রহমান বলেন, ১০ বিঘা জমিতে ধান আবাদ করেছি। কিন্তু বেশির ভাগ জমির ধান পোকার আক্রমনে নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, এবারে আমন ধান দিয়ে সারা বছর কেন ২ মাসের খাবারের ধানের আবাদ ঘরে তুলতে পাবো না। এব্যাপারে উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকার সাথে কথা বলার চেষ্টা করলে তার চেম্বারে কোন সাংবাদিকের প্রবেশের আদেশ নেই বলে জানান তিনি। তবে তার অফিসের একাধিক কর্মকর্তা বলেন, বর্তমানের ম্যাডাম ধানের পোকা মাকড় নিয়ে কোন চিন্তা না করে নাকে তেল দিয়ে সার্বক্ষনিক অফিসে ঘুমিয়ে থাকেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: শামীম আশরাফ এর সাথে রোববার দুপুরে দেখা করতে গেলে তিনি আসেননি বলে অফিস সুত্রে জানা গেছে।