লালমনিরহাট প্রতিনিধিঃ
এ্যাস্ট্রা বায়োফার্মাসিটিকেলস লিমিটেড এর সহযোগিতায় লালমনিরহাটে গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, মতিয়ার রহমান। উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন এ্যাস্ট্রা বায়োফার্মাসিটিকেলস লিমিটেড এর ম্যানেজং ডিরেক্টর নজরুল ইসলাম মেঘনা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম লিমন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান আওরোঙ্গসহ এ্যাস্ট্রা বায়োফার্মাসিটিকেলস লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ প্রমুখ।