লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী গণ ধর্ষনের শিকার হয়েছেন। শনিবার রাতে লালমনিরহাট বিমানবন্দর রানওয়ে সংলগ্ন ভুট্টা ক্ষেতে এ ঘটনা ঘটে। ঘটনাটি প্রথমে গোপন থাকলেও দুপুরের পর লোকমূখে ছড়িয়ে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ট্রিপল নাইনে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোহাগ নামে এক ব্যক্তি গত দু বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই ছাত্রীর সঙ্গে। ঘটনার দিন সোহাগের সাথে দেখা করতে গেলে সেখানে থাকা আরো ৫ থেকে ৬ জন মেয়েটিকে অপহরণ করে গণধষর্ণ করে।
বর্তমানে ওই শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সোহাগসহ অন্যান্যরা পলাতক রয়েছেন।
লালমনিরহাট সদর থানা ওসি এরশাদুল আলম বলেন, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।