লালমনিরহাট প্রতিনিধি
বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
সোমবার (১জানুয়ারি) বিকালে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমন এর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। শেভাযাত্রায় জেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন। পরে সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন ।