লালমনিরহাট প্রতিনিধিঃ
‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’-এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’২৩ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট শেখ রাসেল স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় (ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এ সময় জেলা প্রশাসক বলেন, শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলা-শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা পালন করে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, কবি, গবেষক ও কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।লালমনিরহাট খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকীসহ ৬জন বিচার ছিলেন।প্রতিযোগিতার ৫ উপজেলার ১৮ ইভেন্টের ১ম, ২য়, ৩য়সহ মোট ১০৮ টি পুরস্কার বিজয়ী ছাত্রছাত্রীদের প্রদান করা হয়।