লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় লালমনিরহাট পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রয়ারি) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন লালমনিরহাট পৌরসভা একাদশ বনাম আদিতমারী উপজেলা একাদশ। ফাইনাল খেলায় লালমনিরহাট পৌরসভা আদিতমারী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মাঠে উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলা উপভোগ করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক কবি ও সাহিত্যেিক ফেরদৌসী বেগম বিউটি, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর ইসলাম আতিক, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সংসদ মেজবাহ উদ্দিন আহমেদ ও বিশিষ্ট সমাজ সেবক জাকিয়া সুলতানা রিমু প্রমুখ। খেলা দেখতে দুরদুরান্ত থেকে হাজার হাজার দর্শক সমবেত হয়।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরুষ্কার পায় আদিতমারী একাদশের ছোয়াদ, টুর্নামেন্টে সেরা খেলোয়াড় লালমনিরহাট পৌরসভা একাদশের হাসান কামাল ভুট্টু।