লালমনিরহাট প্রতিনিধি
নরসুন্দর সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৬মার্চ) বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, নরসুন্দর সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জল সরদার, নরসুন্দর সমিতি পৌর শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র শর্মা প্রমুখ। নরসুন্দর শ্রী অনন্ত কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট পৌর এলাকার নরসুন্দরবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।