এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এর যোগদান উপলক্ষ্যে নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১৪ ডিসেম্বর (বুধবার) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ উল্যাহ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র বর্মণ। এ সময় প্রতিষ্ঠানের অনন্যা শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।