এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি:
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় নাকাল অবস্থা লালমনিরহাটের হারাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষজনের। এই তীব্র শীতে আর কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে শিশু ও বয়স্করা। প্রকৃতির এই বৈরী আবহাওয়ায় দুর্ভোগে পড়া মানুষজনের পাশে দাঁড়িয়েছে ওই ওয়ার্ডের সদস্য কামরুল খন্দকার।
ওয়ার্ড সদস্য কামরুল খন্দকার নিজ উদ্যোগে শতাধিক নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জানেরপাড়,
নামাটারি, ফকিরটারী ও ছালাপাকের অসহায় শীতার্তদের বাড়ী বাড়ী গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় ওয়ার্ড সদস্য কামরুল খন্দকার বলেন, আমরা যারা প্রভাবশালী ব্যাক্তি সমাজে বসবাস করি তারা যদি নিজ অর্থায়নে এরকম অসহায় শীতার্তদের পাশে দাড়ায় তাহলে এই অসহায় শীতার্ত ব্যাক্তিরা এরকম কনকনে ঠান্ডা থেকে তারা রক্ষা পাবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, আমি যতদিন এই ওয়ার্ডে আছি এরকম অসহায় গরীব লোকজনের পাশে থাকবো এটাই আমার বড় পাওয়া।
কম্বল বিতরণ কালে জানেরপাড় এলাকার এক বৃদ্ধ অসহায় মহিলা আছিয়া খাতুন বলেন, হামরা অনেক গরীব হামাক দেখার মত কেউ নেই। এই মেম্বার সাহেবে হামাগুলার খোজ খবর নেয়। পরিষেশে ওই মহিলা মেম্বারের মঙ্গল কামনা করেন। একই এলাকার আজিজুল মিয়া বলেন কামরুল ভাই খুব ভালো লোক তার মত মেম্বার পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। তিনি আমাদের সুখে দুখে সব সময় পাশে থাকে। তাই আমার এলাকাবাসী আবারো কামরুল ভাইকে আমাদের পাশে পেতে চাই।
এ বিষয়ে হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার বলেন, কামরুল খুব ভালো ছেলে সে তার ওয়ার্ডের লোকজনের সুখে দুখে সব সময় পাশে থাকে এবং এলাকার কোন ব্যাক্তির কোন সমস্যা হলে সে দ্রুত তাদের পাশে গিয়ে দাড়ায়। তবে আমি চেষ্টা করবো পরিষদ থেকে তাকে যত রকম সহযোগিতা করা যায় আমরা করবো। যাতে সে এলাকাবাসীর আরো উন্নয়ন করতে পারে।