লালমনিরহাট প্রতিনিধিঃ
‘থাকবো ভালো, রাখবো ভালো, দেশ বৈধপথে প্রবাসী আর গড়বো বাংলাদেশ। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এই স্লোগানে লালমনিরহাটে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) জেলা টিটিসি সম্মেলন কক্ষে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ঝড়ে পড়া শিক্ষার্থীদের কোর্স করে দক্ষতা বৃদ্ধি করে বিদেশে গমন করে চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। তাদের বিদেশ যেতে যত টাকার প্রয়োজন সেটি দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বৈধ উপায়ে টাকা পাঠানোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। বর্তমানে লোকজন আগের থেকে বিদেশ যেতে বেশি আগ্রহী।
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী দেলোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল প্রমুখ ।