লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর শিল্প পন্য মেলায় নবম দিনেও স্বাস্থ্যবিধি মেনে উপভোগ করেছে দর্শনার্থীরা। গত বুধবার বিকেলে রেলওয়ে শহীদ হোসেন সোহরাওয়ার্দী মাঠে মাস ব্যাপী এ মেলার উদ্বোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।
লালমনিরহাটের শিল্প বাণিজ্যের প্রসার ঘটাতে মাস ব্যাপী শিল্প পন্য মেলার আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) লালমনিরহাট জেলা শাখা।
সরকারের দেওয়া সকল বিধিনিষেধ মেনে রংপুরের প্রিন্স ইভেন্টস ম্যানেজমেন্ট নামক একটি প্রতিষ্ঠান মাস ব্যাপী এ মেলা বাস্তবায়ন ও পরিচালনা করছেন।
এখানে আর ৬০টি স্টল ও ৮টি বিনোদন মুলক স্টল রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য এই মেলায়।
এছারাও এখানে স্বাস্থ্যবিধি মেনে মোটর সাইকেল খেলা (মৃত্যুকূপ), সার্কাস, নাগরদোলাসহ শিশুদের জন্য মেলায় রয়েছে বিভিন্ন রাইড।