লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে পুকুর খননকে কেন্দ্র করে বসতবাড়ীতে হামলা, ভাংচুরে ২ জন আহতোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাযের করা হয়েছে।

অভিযোগের বিবরণে জানা গেছে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি এলাকায় মাছ চাষের জন্য বাড়ী পাশের পৈত্রিক ভোগদখলীয় জমিতে পুকুর খননের কাজ শুরু করেন মৃত জুল হোসেনের পুত্র রেজাউল করিম (৩২)। কিন্তু উক্ত পুকুর খননকে কেন্দ্র করে বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে রেজাউল করিম ও রফিকুল ইসলামের বসত বাড়িতে হামলা চালান একই গ্রামের রমিচ উদ্দিনের পুত্র সিরাজ, নাহিদ, রিয়াজ, আনিছ ও ফয়েজ গংরা।
এতে হামলাকারীরা দেশী অস্ত্র, লোহার রড, রাম দা ও লাঠি দিয়ে বসত বাড়িতে হামলা সহ পুকুরের জমি জবর দখলে রেজাউল করিম ও রফিকুল ইসলাম বাঁধা দেয়ার আসামীরা বাঁশের লাঠি, লোহার রড দিয়ে দুজনকে বেধরক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলা জখমে আহত হন।

পরে আসামীরা বসত বাড়ির ভিতরে ডুকে ঘরের আসবাবপত্র, দরজা, জালানা, ২১ ইঞ্চি কালার টিভি, ফ্রিজ, ঘরের বেড়া ভাংচুর করে। যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা। এছাড়াও ঘরে থাকা ওয়ারড্রপ ভেঙে ১লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় এলাকাবাসী ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।

পরে আহতবস্থায় এলাকাবাসী রেজাউল করিম ও রফিকুল ইসলামকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। যার রেজিঃ নং- ২০২/৫৮, বেড নং-৩৩, যার রেজিঃ নং- ১৯৯/৫৫, বেড নং-৩৪, তাং-১৫/০২/২৩ইং।

এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সিরাজ, নাহিদ, রিয়াজ, আনিছ ও ফয়েজ গংকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *