এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি: 

“শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ” লালমনিরহাটের এই স্লোগান নিয়ে গ্রেফতারকৃত বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, পুলিশি গুলিতে স্বেচ্ছাসেবক নেতা আলমগীর হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপি’র পল্টন কার্যালয়ে পুলিশি তান্ডবের প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

প্রতিবাদ মিছিলটি লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়। এ প্রতিবাদ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *