লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে । সোমবার সকালে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে ক্রিকেট লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
এসময় অন্যান্যর মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আলী হাসান নয়ন, ক্রিকেট কমিটির সম্পাদক কামরুজ্জামান, সদস্য আনিছুর রহমান লাডলাসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা অভিযান সংঘ বনাম জাকির স্মৃতি সংসদ ও পাঠাগারের মধ্যে অনুষ্ঠিত হয়।