লালমনিরহাট প্রতিনিধিঃ
“মানবতার টানে – পাশে আনে” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে ‘লালমনি বই বিনিময় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা শাখা ওই বই উৎসবের আয়োজন করে।
লালমনিরহাট জেলা সমিতি ঢাকার প্রচার সম্পাদক আশরাফ আলী মিঠু-এঁর সভাপতিত্বে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা শাখার সদস্য সচিব নাঈম রহমান-এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। বই উৎসব উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য দেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন কামাল হোসেন চৌধুরী, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সম্পাদক রুবেল মাহমুদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির প্রমুখ।
উল্লেখ্য, সরকারী নিবন্ধনভুক্ত সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনটি ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *