লালমনিরহাট অফিস
লালমনিরহাটে বন্যা কবলিত ৬টি ইউনিয়নে ত্রান বিতরণ করেছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। জানা গেছে, সদর উপজেলার ৬টি ইউনিয়নে কয়েক হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যা কবলিত ৬টি ইউনিয়নে ৪৫ মেঃটন চাল ও শুকনা খাবারের জন্য ৫০হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। এই বরাদ্ধকৃত চাল প্রতিটি পরিবারকে ১০ কেজি করে ৪হাজার ৫শত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও পিআইও মসিয়ার রহমানসহ অন্যান্যরা। বন্যা কবলিত ইউনিয় গুলো হচ্ছে, মোগলহাট, কুলাঘাট, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ও বড়বাড়ি। উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার ৪৫টি ইউনিয়নের মধ্যে ২৫টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সরকার যে পরিমান ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে বন্যা কবলিত মানুষ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *