লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপ কমিটির সদস্য সচিব জাবেদ হোসেন বক্কর। খেলায় বিভিন্ন ক্লাব অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলা ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়।