লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দাম কমানো, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন সহ ১০দফা দাবীতে লালমনিরহাট জেলা বিএনপি মানববন্ধন করেছে। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। মানববন্ধনে জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা যুবদলের সভাপতি আনিসুল হক আনিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি ইউনুস আলী প্রমুখ বক্তব্য দেন। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।