লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএসটিআই রংপুর ও জেলা প্রশাসন লালমনিরহাট এর উদ্যোগে সদর উপজেলার বড়বাড়ি বাজারে বৃহস্পতিবার (দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত) মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই মোড়কজাত লাইসেন্স না থাকা, প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না দেয়া ও নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোবাইল কোর্ট অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো, ওই বড়বাড়ি বাজারের আল্লাহর দান অটো চিড়া ও মুড়ি মিলকে ৫হাজার, মাস্টার অয়েল মিলকে ৩হাজার, ওজনে কম দেয়ার অপরাধে জিয়ারুল ইসলামের মাংসের দোকানকে ১হাজার ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্রাংক এর বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় শাহীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ৫হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস। এসময় বিএসটিআই ( সিএম) ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন, বিএসটিআই রংপুর বিভাগীয় পরিদর্শক প্রান্তজিত সরকার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *