লালমনিরহাট প্রতিনিধি
‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, লালমনিরহাট এর আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
গণপূর্ত বিভাগ, লালমনিরহাট এর নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার এর সভাপতিত্বে আলোচনা সভায় গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদ, উপ সহকারী প্রকৌশলী মোকাদ্দেছ আলী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।