লালমনিরহাট প্রতিনিধিঃ
কেক কাটা ও আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে লালমনিরহাটে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা শেষে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী যুবলীগের বিপুল সংখ্যক নেতকর্মীরা শোভাযাত্রায় ব্যানার, ফেষ্টুনসহ যোগদান করেন। শেষে মিশন মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। তিনি বলেন, দেশ ও সমাজের ভবিষ্যতের রূপকার হবে এই যুবলীগ, আগামীতেও অতিতের ন্যায় লালমনিরহাট যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রহরী হয়ে দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাবে।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিটু, পৌর যুব লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক লেলিন কাজী প্রমুখ।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।