ওয়ালিউর রহমান রাজু,লালমনিরহাট ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় রেলগেটের পাশে রেল লাইনের নিচে প্রায় একশ গজ জায়গার মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে রেল লাইনটি যেন ‘ঝুলন্ত সেততে পরিণত হয়েছে। ফলে বুড়িমারী স্থলবন্দরের সাথে সারাদেশে ৭দিন ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লালমনিরহাট রেলওয়ে সুত্রে জানা গেছে, রোববার লালমনিরহাটে ভয়াবহ বন্যায় লালমনিরহাট-বুড়িমারী রেল পথের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় লাইনের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে গত ৭ দিন ধরে বুড়িমারী স্থল বন্দরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে কবে নাগাদ রেল যোগাযোগ সচল হবে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ। রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পরেছেন ব্যবসায়ীরাও। গত ১৪ আগস্ট সোমবার ভাঙ্গনস্থল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
বুড়িমারী স্থল বন্দর এলাকার বিশিষ্ট আমদানি-রপ্তানীকারক আবু সাইদ বলেন, রেলপথ ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বুড়িমারী-লালমনিরহাট সড়ক পথে ছোট বড় খাল তৈরী হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে কষ্টকর হয়ে পড়েছে। ফলে ট্রেনে চলাচল আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর সংখ্যা বেশী। কিন্তু রেলপথ ভেঙ্গে পড়ার কারনে আমরা এখন চরম দুর্ভোগে পড়েছি। ফলে বুড়িমারী স্থলবন্দরের সাথে সারাদেশে ৭দিন ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল হোসেন জানান, লালমনিরহাট বুড়িমারী রেল রুটের অনেক স্থানে রেল লাইনের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়। আর এতে করে বেশ কিছু স্থানে গর্ত তৈরী হয়েছে। আমাদের রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানি কমলে কাজ শুরু করা হবে। পানি না কমা পর্যন্ত কাজ করা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *